জগন্নাথপুরের নিখোঁজ দুই শিশু উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০১৬, ১০:১৯ পূর্বাহ্ণ
জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে নিখোঁজ দুই শিশুকে পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে স্বজনরা বিশ্বনাথ বাজার থেকে শিশু দুটিকে উদ্ধার করে জগন্নাথপুর থানায় নিয়ে আসেন।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সৈয়দ কমর উদ্দিনের পুত্র সৈয়দ সোলেমান (১৪) ও নেত্রকোনা জেলার মদন থানার মাগান গ্রামের ইব্রাহিম আলীর পুত্র সাফায়েত মিয়া (১০) মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ব্যাপারে বুধবার জগন্নাথপুর থানায় তাদের স্বজনরা একটি সাধারণ ডায়েরি করেন। স্বজনরা জানান, নিখোঁজ দুই শিশু পরিবারের সাথে ঝগড়া করে সিলেট শহরে চলে যায়। বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে স্বজনরা বিশ্বনাথ এলাকায় পেয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
জগন্নাথপুর থানার উপপরির্দশক আশরাফ উদ্দিন জানান, পুলিশ নিখোঁজ দুই শিশুর বক্তব্য যাছাই করতে তাদেরকে নিয়ে সিলেট যাবে। পরে তাদেরকে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।