ধর্মপাশায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০১৬, ৯:১৮ অপরাহ্ণ
ধর্মপাশা প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে লিটন মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। লিটন মিয়া উপজেলার সদর ইউনিয়নের ফুল মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওই শিশুর বাবা বাদী হয়ে ধর্মপাশায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
জানা যায়, গত বুধবার সন্ধ্যায় ওই শিশু বাড়ির উঠোনে আরো কয়েক জন শিশুর সাথে খেলা করছিল। এ সময় বখাটে লিটন শিশুটিকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে লোকজন ঘটনাস্থলে গেলে লিটন সেখান থেকে পালিয়ে যায়। পরে রাত দশটার দিকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং রাতেই তাকে নেত্রকোনা সদর হাসপাতালে রেফার করা হয়।
মৌখিক অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে লিটন মিয়াকে উকিল পাড়া মোড় থেকে আটক করে পুলিশ। পরে তাকে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার দেখানো হয় ।
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।