দিরাইয়ে সুরঞ্জিত-মতিউর গ্রুপ মুখোমুখি : ১৪৪ ধারা জারি
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০১৬, ৯:১২ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়ন আওয়ামী লীগের বিবাদমান সুরঞ্জিত সেনগুপ্ত গ্রুপ ও মতিউর রহমান গ্রুপ পাল্টাপাল্টি কর্মসুচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
উপজেলার ধল পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে একই সময়ে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সভা আহবান নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বৃহস্পতিবার দুপুরে সভাস্থলের ৫০০ গজের মধ্যে ওই দিন রাত ১২ টা পর্যন্ত ১৪৪ ধারা জারী করেন।
বিকাল ৪ টার দিকে জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান সভাস্থলে যেতে চাইলে পুলিশের বাঁধার মুখে পড়ে ৫০০ গজের মধ্যেই রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য শুরু করেন। ১৪৪ ধারা ভঙ্গ করে ৫০০ গজের মধ্যেই পথ সভা করে আওয়ামীলীগ উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত এমপির বিরুদ্ধে বিষেদাগার করেছেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান।
বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে তাড়ল ইউনিয়নের ধল বাজারে সভা করে তিনি বলেন, বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পূর্ব নির্ধারিত কর্মসূচীতো যারা বিরোধিতা করেছে, তারা আওয়ামী লীগের কেউ নয়। এরা ওয়ান ইলিভেন থেকে শুরু করে সব সময়ই আওয়ামী লীগের বিরোধিতা করছে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অলতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা অমল কর, সোয়েব চৌরুরী, জাহাঙ্গীর চৌধুরী, হুমায়ুন রশিদ লাভলু, একরার হোসেন, জুয়েল তালুকদার, নুরুল হক, আবদুল কুদ্দুস, পারভেজ রহমান প্রমুখ।
অপর দিকে সুরঞ্জিত সেন গুপ্ত গ্রুপ সমর্থিত তাড়ল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আইদুল্ল্যা মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহম্মদ চৌধুরীর পরিচালনায় বাজার সংলগ্ন নদীর পাড়ে আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন, নুরে আলম চৌধুরী, শরিয়ত উল্যা, সিরাজুল হক, উপজেলা যুবলীগ নেতা মোহন চৌধুরী, লালন মিয়া, রায়হান মিয়া, মুহিত মিয়া, ইকবাল সর্দার, জাহেদ চৌধুরী, রিংকু চৌধুরী প্রমুখ।
তাড়ল ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আইদুল্যা মিয়া বলেন, এখানে দলের মধ্যে কোনো বিরোধ নেই। সুরঞ্জিত সেনগুপ্ত যেমন এলাকার এমপি, তেমনি মতিউর রহমান জেলা আওয়ামী লীগের সভাপতি। কাউকেই আমরা খাটো করে দেখতে চাই না। কিন্তু মতিউর রহমান এখানে এসে ১৪৪ ধারা ভঙ্গ করে বিএনপি-জামায়াতের লোকজনকে সাথে নিয়ে সভা করবেন এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া বলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি হচ্ছেন মতিউর রহমান। উনার মতো দায়িত্বশীল একজন দলীয় নেতা ইউনিয়ন পর্যায়ে এসে সভা করলে, সেটা অবশ্যই উপজেলা কমিটি জানতো। কিন্তু বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ধল পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে মতিউর রহমানের আগমনের কোনো বার্তা আমরা পাই নি।