যুক্তরাজ্যের লুটনে সামাদ পুত্র ডন কে সম্মাননা প্রদান
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০১৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
যুক্তরাজ্য লুটন কাউন্সিলের মেয়র তাহির খানের পক্ষ থেকে সাবেক পররাষ্ট্র মন্ত্রী, জাতির জনক বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় নেতা মরহুম আলহাজ্ব আবদুস সামাদ আজাদের কৃতিপুত্র পুত্র আজিজুস সামাদ আজাদ ডন কে সম্মাননা প্রদান করা হয়েছে।
গত ৮ আগস্ট সোমবার জগন্নাথপুরের কৃতিসন্তান লুটন কাউন্সিলের প্রথম বাঙালি মেয়র তাহির খানের সভাপতিত্বে ও লুটন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুর রহমানের পরিচালনায় সম্মাননা অনুষ্ঠানের শুরুতে ১৯৫২ সালের ভাষা শহীদ, ১৯৭১ সালে শহীদ মুক্তিযোদ্ধা ও ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কাউন্সিলের কাউন্সিলরগণ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউথ এসোসিয়েশনের সদস্য সচিব ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুক্তরাজ্য স্বেচ্ছসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ রাসেল, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সদস্য মতিউর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আশিকুল হক টেক্কা, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রেজাউর রহমান, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি তনজব আলী সুরুক, ইস্ট লন্ডন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহিদ, লুটন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী হিরো, লুটন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজারুল ইসলাম (সাজন), যুবলীগ নেতা খালিছুর রহমান খালিস, লুটন আওয়ামীলীগ নেতা এম এ সালামা, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজ্জাদ মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা খলকু মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা জুনেদ আহমদ প্রমুখ।
সম্মাননা প্রদানকালে সামাদ পুত্র আজিজুস সামাদ আজাদ ডন জগন্নাথপুর তথা বাংলাদেশের কৃতি সন্তান লুটন কাউন্সিলের নির্বাচিত মেয়র তারিক খান কে ধন্যবাদ জানিয়ে বলেন, লুটনের মেয়র শুধু সুনামগঞ্জ নয় সারা বাংলাদেশের গর্ব। তিনি বাংলাদেশের মুখ যুক্তরাজ্যেও উজ্জল করে তুলেছেন, আমি তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।
সভাপতির বক্তব্যে লুটন কাউন্সিলের মেয়র তাহির খান বলেন, আলহাজ্ব আবদুস সামাদ আজদ ছিলেন বাংলাদেশের রাজনীতির পথপ্রদর্শক, তাঁর স্পর্শে জগন্নাথপুর তথা সিলেটের উন্নয়নের হাতে খড়ি। আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু মরহুম আবদুস সামাদ আজাদের অস্তিত্ব আমাদের মাঝে থাকবেই থাকবে। আমি বিশ্বাস করি জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের উন্নয়নের ধারাকে উন্নততর করতে আজিজুস সামাদ আজাদ ডন ভূমিকা পালন করতে পারেন। মেয়র তাহির খান সম্মানিত অতিথি আজিজুস সামাদ আজাদ ডন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে মেয়র তাহির খান অতিথিকে নিয়ে কাউন্সিলের ঐতিহ্য এবং নির্দশন ঘুরে ঘুরে দেখান।