হবিগঞ্জে মালবাহী ট্রেন লাইনচ্যুত : ঢাকা-সিলেট ট্রেন যোগাযোগ বন্ধ
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০১৬, ১০:০৭ পূর্বাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে মালবাহী বিটি ট্রেনের ৪টি চাকা লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের দাউদনগর বাজার গেইটস্থ সিলেটগামী মালবাহী বিটি ট্রেনের একটি বগি ৪টি চাকা লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সাথে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এতে উভয় দিকে বিভিন্ন স্টেশন ও জংশনে নানা ট্রেন আটকা পড়েছে।
সেই সাথে দাউদনগরবাজার রেলগেইটে ট্রেনের চাকা লাইনচ্যুত হওয়ায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কপথে গাড়ি চলাচল বিঘ্নিত হচ্ছে। এসব গাড়ি বিকল্প পথে যাতায়াত করছে। আখাউড়া থেকে রিলিফ ট্রেন নিয়ে আসা হচ্ছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন প্রকৌশলী (পথ) কর্মকর্তা রুহুল আখতার এর সত্যতা নিশ্চিত করেছেন।