ট্রাক শ্রমিক ইউনিয়ন পশ্চিম গোয়াইনঘাট শাখার সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০১৬, ১০:০৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত পশ্চিম গোয়াইনঘাট আঞ্চলিক শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শাখার সালুটিকরস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়ে। পশ্চিম গোয়াইনঘাট আঞ্চলিক শাখার সভাপতি মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি হাসু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যগ্ম সম্পাদক আরিফ হোসেন হিরু, কোষাধ্যক্ষ রাজু আহমদ তরু, সাবেক সহ-সভাপতি আরফান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন, শ্রমিক নেতা মুজিবুর রহমান, ফখরুল ইসলাম, সোহেল আহমদ, আব্দুর রব, জহির উদ্দিন, জমসিদ আলী, জমির উদ্দিন, চান মিয়া প্রমুখ।