গোয়াইনঘাটে জঙ্গি বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০১৬, ৯:৫৮ পূর্বাহ্ণ
গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়ন ছাত্রলীগ ও প্রজন্মলীগের যৌথ উদ্যোগে জঙ্গি বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে স্থানীয় হাদারপার বাজারে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এ মানববন্ধন পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: ফয়জুল হাসান। সিলেট জেলা প্রজন্মলীগ নেতা ফয়সল আহমদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আশিকুর রহমান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল হাশেম, আব্দুল হান্নান, জুবায়ের আহমদ ইকবাল, আব্দুর রব, রহিম উদ্দিন, জাহিদ হাসান, বদরুল ইসলাম, জাকারিয়া, আনোয়ার, ইাউসুফ, ইমন, সাদিক, আমির উদ্দিন, রুবেল, শাহাব উদ্দিন, তারেক ও রাজু সুফিয়ান। প্রজন্মলীগ নেতা মুজিবুর রহমান, জয়নাল আবেদীন, আবুল হোসেন, আবিদুর রহমান ও রইস উদ্দিন।