পেটের ব্যথা সহ্য করতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০১৬, ৫:১৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
পেটের ব্যথা সহ্য করতে না পেরে ঠাকুরগাঁওয়ে কুলসুম বেগম (৬০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন।
বুধবার (১০ আগস্ট) জেলার রাণী শংকৈল উপজেলার গোগর গ্রামে নিজের বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত কুলসুম বেগম গোগর গ্রামের শামসুল হকের স্ত্রী।
নিহতের মেয়ে বিউটি বানু ও ছেলে ইউসুফ আলী জানান, দীর্ঘদিন ধরে তার মা পেটের ব্যথায় ভুগছিলেন। অনেক চিকিৎসা করেও কোন ফল হয়নি। প্রায়ই তার পেটে প্রচণ্ড ব্যথা হতো। গতকাল মঙ্গলবার গভীর রাতেও পেট ব্যথা উঠে। ব্যথা কমানোর জন্য ওষুধ খাওয়ানো হয়। কিন্তু তাতে তেমন উপশম হয়নি। পরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে আজ বুধবার ভোরের দিকে তিনি আত্মহত্যা করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, দীর্ঘদিন তিনি পেটের ব্যথায় ভুগছিলেন। বুধবার ভোরে কোন এক সময় আত্মহত্যা করেন তিনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।