হাজার হাজার চাকরি প্রার্থীর ভাগ্য খুলছে শীঘ্রই
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০১৬, ৮:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সরকারী কর্মকমিশনের (পিএসসি) অধীনে বিসিএস, নন-ক্যাডার, নার্সসহ বিভিন্ন পরীক্ষায় অংশ নেয়া হাজার হাজার চাকরি প্রার্থীর ভাগ্য খুলছে শীঘ্রই। আসছে একের পর এক নিয়োগ ও পরীক্ষা। দুই মাসের মধ্যেই নিয়োগ পাচ্ছেন ১৫ হাজার বিসিএস ক্যাডার, নন-ক্যাডার পদের চাকরি প্রার্থী। চলতি মাসেই ৩৪তম বিসিএসের নন-ক্যাডার পদে নিয়োগ ছাড়াও প্রকাশ করা হবে ৩৫ তম বিসিএসের চূড়ান্ত ফল। ৩৬ তম বিসিএসের লিখিত পরীক্ষাও শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর। ৩৭ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে ৩০ সেপ্টম্বর। একের পর এক পরীক্ষা ও নিয়োগের এ কার্যক্রম ঘিরে রীতিমতো বিশাল কর্মযজ্ঞ চলছে কমিশনে।
সুখবর আসছে আরও বেশ কিছু পরীক্ষায় অংশ গ্রহণে ইচ্ছুক চাকরি প্রার্থীর জন্যই। ৩৪ তম বিসিএসে যারা ক্যাডার পদ পাননি তাদের জন্যও আছে সুখবর। ওই বিসিএস থেকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণীর চাকরির সুযোগ আসছে প্রথমবারের মতো। যেখানে নিয়োগ পাবেন দুই হাজারেরও বেশি প্রার্থী। চলতি মাসেই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পাবেন এক হাজার ২০০ জন। সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন প্রায় ৬০০ জন, কর পরিদর্শকের চাকরি পাবেন ৩৫০ জন, নিয়োগ দেয়া হবে লেবার পরিদর্শক, প্রশাসনিক কর্মকর্তা, এপিওসহ বিভিন্ন পদেও। এর আগে একই বিসিএস থেকে নন-ক্যাডার প্রথম শ্রেণীর পদে নিয়োগ দেয়া হয় ৪০৯ জনকে।
৩৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের কাজ বহুলাংশে শেষ। তবে তার আগেই ৩৪তম বিসিএসের নন-ক্যাডারের নিয়োগ দিতে পারলে অনেক মেধাবী সন্তান তার সুফল পাবেন। কারণ ৩৫তম বিসিএসের ফল প্রকাশ হলে আইন অনুসারে তার আগের বিসিএস থেকে আর নন-ক্যাডার পদে কাউকে নিয়োগ দেয়া যাবে না। ফলে অনেকের সরকার চাকরির বয়সও চলে যাবে। এ অবস্থায় দুটোর কাজই এগুচ্ছে ভালভাবে। চলতি মাসের মধ্যেই ৩৪তম বিসিএসের নন-ক্যাডার পদের নিয়োগ শেষ করে ৩৫তম বিসিএসের ফল প্রকাশ করার লক্ষ্য নেয়া হয়েছে বলে জানিয়েছেন একাধিক সদস্য।
এ মাসের শেষ সপ্তাহেই চূড়ান্তভাবে নিয়োগ পেতে পারেন ৩৫তম বিসিএসের মেধাবীরা। ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ছয় হাজার ৮৮ চাকরিপ্রত্যাশী। যারা পরে মৌখিক পরীক্ষার মুখোমুখি হন। ৩৫তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮০৩টি পদে নিয়োগ দেয়ার কথা রয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর পিএসসি ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর গতবছর ৬ মার্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ চাকরিপ্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। প্রিলিমিনারিতে উত্তীর্ণ ২০ হাজারের বেশি সরকারী চাকরিপ্রত্যাশী অংশ নেন লিখিত পরীক্ষায়।
অপেক্ষার অবসান হচ্ছে ৩৬তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষায় পাস করা প্রার্থীদেরও। আগামী ১ সেপ্টেম্বর থেকে লিখিত পরীক্ষা হবে বলে জানিয়েছেন কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল জব্বার খান। তিনি জানান, চাকরি প্রার্থীদের জন্য কমিশন কাজ করছে অত্যন্ত একাগ্রতার সঙ্গে। ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৩ হাজার ৮৩০ জন। বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৮০ জনকে নিয়োগ দিতে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।
এদিকে ৩৭তম বিসিএসের প্রিলিমিনারির জন্য যারা আবেদন করে অপেক্ষা করছেন তাদের অপেক্ষারও অবসান হচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। কমিশনের কর্মকর্তারা তারিখ চূড়ান্ত করা হয়েছে জানিয়ে বলেছেন, ৪৬৫ টি সাধারণ ক্যাডারসহ এক হাজার ২২৬টি পদে নিয়োগের লক্ষ্যে ৩৭ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ এবং পুলিশে ১০০ জনকে নিয়োগ দেয়া হবে।