দক্ষিণ সুরমা থেকে জিহাদী বইসহ জামাত-শিবিরের ৫ কর্মী আটক
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০১৬, ৫:২৭ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের দক্ষিণ সুরমা থানার কামালবাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ শিবিরকর্মীকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
জানা যায়- দক্ষিণ সুরমার কামালবাজার এলাকার বাসিয়া নদীর পাশের দু’তলা একটি বাড়ীর একটি কক্ষে জামাত শিবিরের কর্মীরা জঙ্গি বৈঠক করছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় দক্ষিণ সুরমা থানার ওসি এস.এম আতাউর রহমানের নেতৃত্বে কামাল বাজার ফাঁড়ি পুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন।
এ সময় ওই কক্ষ থেকে বিপুল পরিমাণ জিহাদী বইসহ জামাত-শিবিরের ৫ কর্মীকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- কামালবাজার এলাকার সোনাপুর (লালগাঁও) এলাকার আব্দুল মনাফের পুত্র তানজির হোসেন সাকির (১৯), নেত্রকোনা জেলার মহনগঞ্জ থানাধীন পীরেরচক গ্রামের মৃত মুতালিবের পুত্র আব্দুল মালিক (২২), জালালাবাদ থানার টুকেরবাজার বাদেখালি গ্রামের সফুক মিয়ার পুত্র জায়েদ আহমদ (মাহবুদ) (২৪), বিশ্বনাথ থানার রামপুর গ্রামের মনির আলীর পুত্র জয়নাল আবেদীন (১৭) ও মোগলাবাজার থানাধীন মোহাম্মদপুর গ্রামের নানু মিয়ার পুত্র মতিউর রহমান (২০)। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
দক্ষিণ সুরমা থানার ওসি এস.এম আতাউর রহমান জানান, জামাত শিবিরের কর্মীরা নাশকতার জন্য বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদের ঘর তল্লাশী করে বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়। আটককৃত শিবিরকর্মীরা জঙ্গি সংগঠনের সাথে জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি এস.এম আতাউর রহমান। জামাত-শিবিরের ৫ কর্মী আটকের খবর পেয়ে ডিসি (দক্ষিণ) বাসুদেব বণিক থানা পরিদর্শন করেছেন।