বাংলাদেশ জামিয়াতুল মুদাররেছিন, সিলেট সদর উপজেলার মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০১৬, ১:১২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মঙ্গলবার সিলেট শহরতলির তেমুখি পয়েন্টে মানববন্ধন করেছে বাংলাদেশ জামিয়াতুল মুদাররেছিন, সিলেট সদর উপজেলা শাখা।
বাংলাদেশ জামিয়াতুল মুদাররেছিন, সিলেট সদর উপজেলা শাখার সভাপতি ও সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, হাউসা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজ আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন- বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র। সেই রাষ্ট্রকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে ইয়াহুদি চক্র বিভিন্ন পাঁয়তারা করছে। না হয়, কোন ধর্মেই মানুষ হত্যা জায়েজ নয়। এটি হারাম। কোন মুসলমান হারাম কাজ করতে পারে না। যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো অন্যায় কাজ করছে, তারা বিপথগামী। এদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফতেহপুর কামিল মাদ্রাসার মোহাদ্দিস ড. মাওলানা দাউদ আহমদ, রশিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ময়নূল ইসলাম, সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা নুরুল হক, হাউসা আলিম মাদ্রাসার মাওলানা আব্দুল মালিক, সৈয়দপুর দাখিল মাদ্রাসার মাওলানা মাছুম আহমদ।
এসসময় উপস্থিত ছিলেন- ফতেহপুর কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু আলী ছিকন্দর, হাউসা আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবু তোরাব মুহাম্মদ জসিম, মাওলানা আকিক আহমদ, সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাস্টার আব্দুল মান্নান, রশিদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল খায়ের, মাওলানা আব্দুল বাছিত প্রমুখ।