সিলেটে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০১৬, ১১:১৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
আজ ৯ আগস্ট। আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ দিবসটি উপলক্ষে বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থানে আদিবাসী দিবস পালন করা হচ্ছে।
আজ মঙ্গলবার (০৯ আগস্ট) সকাল ১০টায় সিলেট বিভাগীয় আদিবাসী ফোরাম এবং একনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও পাত্র সমাজকল্যাণ পরিষদ (পাসকপ) এর সহযোগিতায় নগরীতে আদিবাসী দিবসের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে সিলেট সনাক ও একডো’র যৌথ উদ্যোগে সকাল ১০টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।