জঙ্গিবাদের বিরুদ্ধে সিলেটে স্বাস্থ্য বিভাগের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০১৬, ১০:৫৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরিচালক (স্বাস্থ্য) সিলেট বিভাগ ও সিলেট সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার দুপুরে নগরীর চৌহাট্টাস্থ সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন করেন তারা।
মানবন্ধনে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. গৌরমণি সিনহা, সহকারী পরিচালক ডা. কমল রতন সাহা, সিলেটের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (নার্সিং) ইলা সাহা, মেডিকেল অফিসার ডা. মো. রাহাত ইকবাল, মেডিকেল অফিসার ডা. মো. আল আমিন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক, প্রশাসনিক কর্মকর্তা গৌছ আহমদ চৌধুরী, সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী রফিকুল ইসলাম প্রমুখ।