মৌলভীবাজারে যুবকের মৃতদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০১৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
মৌলভীবাজার জেলার চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রাম থেকে সমশাদ মিয়া (২৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মালেক জানান- বিকেলে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সমশাদ।
পরিবারের সদস্যরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটা নিশ্চিত করে বলা যাবে।