বিশ্বনাথে ট্রাকের ধাক্কায় ১জন নিহত
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০১৬, ১০:০৬ পূর্বাহ্ণ
বিশ্বনাথের লামাকাজিতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম সাফিউল ইসলাম বারিক (৪৫)। তিনি উপজেলার লামাকাজি ইউনিয়নের হাঙ্গীরাই (মোল্লারগাঁও) গ্রামের সমসুর নূরের ছেলে।
মঙ্গলবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের লামাকাজির ব্রীজের পশ্চিম পাড়ে এঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেন, সিলেট থেকে মোটরসাইকেল যোগে সাফিউল ইসলাম বারিক বাড়িতে আসার জন্য বের হন। তিনি বিশ্বনাথের সীমান্তবর্তি এলাকা লামাকাজি ব্রীজের পশ্চিম পাশে আসামাত্রই সিলেট থেকে ছেড়ে আসা ট্রাক (ঢাকা মেট্রো-থ-১৪৭৪) তার মোটরসাইকেলের পিছন দিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাফিউল ইসলাম বারিক মারা যান।
এ ব্যাপারে থানা ওসি আবদুল হাই সড়ক দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।