ঢাকা বিমানবন্দরে প্রবাস ফেরতসহ দুইজন নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০১৬, ৯:২৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলা শহরের ব্যবসায়ী আইযুব আলী ও মালয়েশিয়া প্রবাস ফেরত মতিয়ার রহমান ঢাকা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছেন।
রবিবার সকাল ছয়টার দিকে ভাইয়ের জামাতা মালয়েশিয়া প্রবাসী মতিয়ার রহমানকে ঢাকা বিমানবন্দর থেকে নিয়ে আসার পথে দুইজনই নিখোঁজ হন। নিখোঁজ আয়ূব আলী গাংনী উত্তরপাড়ার মনিরুদ্দীন মন্ডলের ছেলে। আর প্রবাস ফেরত মতিয়ার রহমান আড়পাড়া গ্রামের সামছুল হকের ছেলে।
নিখোঁজ আইযুব আলীর বড় ভাই বাবলু হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বাবলু হোসেন জানান, তার জামাতা মতিয়ার রহমান দুই বছর পর মালয়েশিয়ায় থেকে ছুটি কাটাতে বাড়ি আসছিলেন। রবিবার সকাল ছয়টার দিকে ছোট ভাই আয়ূব আলী তাকে ঢাকা বিমানবন্দর থেকে রিসিভ করেন। বিমানবন্দর থেকেই তারা মোবাইলে শেষ কথা বলেছিলেন। বিমান বন্দর থেকে বের হওয়ার পর পরই আয়ূব আলীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তিনি আরো জানান, আইযুব আলীর ব্যবহৃত মোবাইল ফোনটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে সন্ধান করার পরও তাদের কোন হদিস মেলেনি।
তবে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেননি। লিখিত কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’