নিউজপোর্টাল বাংলামেইলের নিবন্ধন বাতিল
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৬, ৮:১৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের মৃত্যু গুজবকে কেন্দ্র একটি খবর প্রকাশের জের ধরে নিবন্ধন বাতিল করা হয়েছে অনলাইন নিউজপোর্টাল বাংলামেইলের। সোমবার সন্ধ্যায় তথ্যমন্ত্রণালয় থেকে নিবন্ধন বাতিল করা হয়েছে বলে বাংলামেইলের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এর আগে রোববার রাতে অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইল২৪ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাহাদাত উল্যাহ খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও সহ-সম্পাদক প্রান্ত পলাশকে আটক করে র্যাব-৩। এরপর সোমবার দুপুরে রাজধানীর পল্টন থানায় আইসিটি আইনে প্রতিষ্ঠানটির মালিক ও ভারপ্রাপ্ত সম্পাদকসহ ৪ জনের নামে মামলা হয়।
আসামিদের মধ্যে রয়েছেন নিউজপোর্টালটির মালিক ফজলুল আজিম, ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাহাদাত উল্যাহ খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও সহ-সম্পাদক প্রান্ত পলাশ। ফজলুল আজিম ছাড়া বাকি ৩ জন বর্তমানে র্যাব-৩ এর কার্যালয়ে আটক রয়েছেন।