নগরীতে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়েছে প্রতিপক্ষ
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৬, ৭:১৬ অপরাহ্ণ
সুরমা নিউজ :
পূর্ব শত্রুতার জেরধরে সিলেট নগরীর শিবগঞ্জ ফেরায় টাওয়ার এর সামনে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।
একাধিক সূত্রে জানা যায়, রোববার যুবলীগের শিবগঞ্জ গ্রুপের কর্মীদের হাতে মেজরটিলা গ্রুপের এক ছাত্রলীগ কর্মী আহত হন। এ ঘটনারই জেরধরে মেজরটিলা ছাত্রলীগের কর্মীরা একত্রিত হয়ে সোমবার রাত ৮টায় নগরীর শিবগঞ্জ ফেয়ার টাওয়ারের নীচে অবস্থানকারী শিবগঞ্জ গ্রুপের কর্মীদের উপর হামলা চালায়।
এ সময় তারা জাকির হোসেইন (২৮) ও মাক্তাব আলী (৩০)কে এলোপাথাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সি বলেন, হামলা হয়েছে বলে শুনেছি। বাড়তি কিছু জানা নেই। খোঁজ নিয়ে দেখবো।