দক্ষিণ সুরমায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৬, ২:১০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
জামেয়া দারুল হুদা সিলেট ও আল হুদা আইডিয়াল একাডেমীর উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দক্ষিণ সুরমার পশ্চিম মোমিনখলাস্থ গালিমপুর বাইপাস রোডে মানববন্ধন করে প্রতিষ্ঠান দু’টির শিক্ষক-শিক্ষার্থীরা।
জামেয়া দারুল হুদা সিলেটের প্রিন্সিপাল মাওলানা মুজিবুর রহমান ক্বাসিমীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে প্রধান অতিথির বক্তব্যে জামেয়ার প্রতিষ্ঠাতা সদস্য মামুন আহমদ বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। এতে জঙ্গিবাদের কোন স্থান নেই। বর্তমানে ধর্মের নামে যেসব নাশকতামূলক কর্মকান্ড পরিচালিত হচ্ছে তা কোন ভাবেই ইসলাম সমর্থন করে না। এরা পথভ্রষ্ট। এদের শাস্তির আওতায় নিয়ে আসার পাশাপাশি ধর্মীয় অপব্যাখাকারীদের চিহ্নিত করতে হবে।’
ভাইস প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবীর ইসলাম পিন্টু।
মানবন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামেয়ার শিক্ষা সচিব মাওলানা আব্দুল মুকিত জালালাবাদী, মাওলানা কামাল উদ্দিন বাদাঘাটী, মাওলানা কামাল উদ্দিন সুরইঘাটী, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা শহিদুল ইসলাম, জসিম উদ্দিন, মাওলানা সাদ বিন মাহমুদ, জামেয়ার ছাত্র মুস্তাকিম বিল্লাহ, আব্দুল মুহিত, মুস্তাক আহমদ।