শোকদিবসে ওসমানী জাদুঘরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৬, ১২:০৯ অপরাহ্ণ
সুরমা নিউজ :
১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে ওসমানী জাদুঘর সিলেট। জাদুঘরের সহকারী কিপার মো. জিয়ারত হোসেন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিযোগিতা ক খ গ এবং ঘ এই চারটি বিভাগে অনুষ্ঠিত হবে। ক বিভাগে থাকবে প্রথম ও ২য় শ্রেণীর শিক্ষার্থীরা। তাদের ছবি আঁকার বিষয় উন্মুক্ত বা ইচ্ছেমতো। খ বিভাগে থাকবে ৩য় থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা। তাদের ছবি আঁকার বিষয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি।
গ বিভাগে থাকবে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা। তাদের ছবি আঁকার বিষয়- বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ। আর ঘ বিভাগে থাকবে ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা। তাদের ছবি আঁকার বিষয়- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন।
প্রতিযোগিতা হবে ১৫ আগস্ট সোমবার সকাল সাড়ে ৯টায়। আগ্রহীরা ১৪ আগস্ট পর্যন্ত জাদুঘরের উপস্থিত হয়ে নাম রেজিস্ট্রেশন করতে পারবে।
প্রতিযোগীদের রঙ, তুলি, পেন্সিল, রাবার, ক্লিপবোর্ড ও আনুষাঙ্গিক উপকরণসহ পরীক্ষার দিন সকাল সাড়ে ৯টার আগে এসে উপস্থিত হতে হবে। ছবি আঁকার কাগজ জাদুঘর থেকে সরবরাহ করা হব। প্রত্যেক বিভাগ থেকে ৩ জন বিজয়ীকে পুরস্কার ও সনদ দেয়া হবে। বিজ্ঞপ্তি