ইতালীয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র বনভোজন
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৬, ১১:৫০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
ইতালীয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছেন শনিবার। ইতালী থেকে আসা বাংলাদেশী এবং লন্ডনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা আনন্দঘন এই বনভোজনে অংশগ্রহণ করেন।
এবার বনভোজনে ২টি স্থান পরিদর্শন করা হয়। এর একটি হচ্ছে লেইস্টার শহরের ন্যাশনাল স্পেইচ সেন্টার। যেখান থেকে চাঁদে প্রথম নবযান গিয়েছিল। এবং দ্বিতীয়টি হচ্ছে ব্রাটেগেইট পার্ক। সেখানে হরিণ অভয় বিচরণ করে এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য।
২টি বাসে করে সকাল ৮.৩০ মিনিটে মাইল এন্ড পার্কস্থ ব্রাডেট রোড় থেকে বাস ছেড়ে যায়। রাস্তায় বিরতিতে সকালের নাস্তা পরিবেশন করা হয়। বাসে যাতায়াতে চলে গান, কবিতা, কৌতুক-চুটকি, ধাঁধাসহ ধারা বর্ণনা।
২টি বাসেই বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া স্থানদুটি পরিদর্শনে প্রথমে ন্যাশনাল স্পেইচ এ পরিদর্শনে সুউচ্চ সেই ঐতিহাসিক বিল্ডিং, সুস্বজ্জতি নবযানে রাখা এবং মিউজিয়াম ঘুরে দেখা হয়। বিরতির পর বাস ছেড়ে যায় এবং দ্বিতীয় স্থান ব্রাট গেইট পার্ক বাস থেকে নামার পর লাইনে দাড়িয়ে গেইট দিয়ে প্রবেশ করতে হয়। লোকে লোকার্য ছিল পার্ক। গাছের ছায়ায় চাদর বিছিয়ে বসে পড়েন অনেকে।
দুপুরের খাবারের পর চলে আনন্দঘন কিছু প্রতিযোগিতা। বল নিক্ষেপে পুরুষদের মধ্যে বিজয়ী হন ইবুনুল হাসান, শাহ আলম, শরিফ বাবু। মহিলাদের মধ্যে বিজয়ী হন অনিতা, মিতা ও নাবিলা। এদিকে আকর্ষণীয় লটারীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের সভাপতি মো: সেলিম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো: জাকির হোসেন এবং অতিথি মাহবুব মোরশেদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা।
বাস দুটিতে সার্বিক সহযোগিতায় ছিলেন ইমাম হোসেন, মো: জাকির হোসেন, মোস্তাফিজুর রহমান, রেজাউল করিম মৃধা।
এবারের বার্ষিক বনভোজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো: সেলিম চৌধুরী, জাকির হোসেন, মো: আবু নোমান, রেজাউল করিম মৃধা, মোস্তাফিজুর রহমান, শামসুন্নাহার শিল্পী, আহমেদ মহিউদ্দিন টুটুল, মহসিন শিকদার বাবুল, জহিরুল ইসলাম তোফায়েল আহমেদ।