বিশ্বনাথে জঙ্গিবাদ প্রতিরোধে জমিয়াতুল মোদার্রেছীনের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৬, ১১:১৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
জঙ্গিবাদের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপর মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ একে এম মনোওর আলী।
উপজেলা জমিয়াতুল মোদারেছীনের সভাপতি অধ্যক্ষ মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও এস এম লুৎফুর রহমানের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আবদুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সদরের আলিয়া মাদরাসার অধ্যক্ষ নোমান আহমদ, নাজমুল ইসলাম, নাজমুল ইসলাম মকবুল, আলী হায়দর, আবদুল মালিক, আবদুল মুমিন, আকমল হোসেন শাকুর, মাওলানা আবদুল মানিক, মঞ্জুর আহমদ, আলী আসহার শাহান, কাওছার আহমদ, আলমগীর হোসেন, শাহীন আলম, মধু মিয়া, মাহমুদুল হাসান মারুফ প্রমুখ।