শাবি ছাত্রলীগ নেতা আরিফকে অব্যাহতি
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৬, ১১:০০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হিন্দু ধর্ম নিয়ে আপত্তিকর পোস্টের জের ধরে আরিফুল ইসলাম আরিফকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। একই সাথে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য ১৪ আগস্টের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।
শাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সাধারণ সম্পাদক ইমরান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে আরিফ মনুসংহিতার একটি লাইন কোট করে ফেসবুকে হিন্দু ধর্মের সমালোচনা করেন।
এই পোস্টের পর নিজ দলের নেতা কর্মীরা তার সমালোচনায় মুখর হন। আরিফের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠে। অবশ্য আরিফ নিজের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানান তার ফেসবুক আইডি হ্যাকড করে এসব লেখা হয়েছে এবং সেজন্য তিনি দুঃখিত।
আরিফের কথা আস্থায় না নিয়ে তাকে সংগঠন থেকে আরিফের বহিষ্কার দাবি উঠে। এসব আলোচনা সমালোচনা চার দিনের মধ্যেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিল শাবি ছাত্রলীগ।