কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৬ লাখ টাকার কাঠ জব্দ
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৬, ৭:২৬ পূর্বাহ্ণ
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া শ্রীমঙ্গলে উপজেলার পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪৬)।
বিজিবি সূত্রে জানা যায়- শনিবার রাতে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা এলাকা অভিযান চালিয়ে ৩৩৩.২১ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ জব্দ করা হয়। এছাড়াও ওইদিন রাতে শ্রীমঙ্গল উপজেলার আসলামপুঞ্জি এলাকা থেকে ২১ ঘনফুট চামকাঠাল কাঠ জব্দ করা হয়েছে।
বিজিবি-৪৬ এর অধিনায়ক মো. আখতার ইকবাল এএফডব্লিউসি, পিএসসি জানান- দুটি অভিযানে প্রায় ৬ লাখ টাকার কাঠ জব্দ করা হয়েছে। কাঠগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।