বাহুবলে ১৮ লাখ টাকা ব্যয়ে দুই মুক্তিযোদ্ধার বাড়ি নির্মাণ
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০১৬, ৩:৩১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
হবিগঞ্জের বাহুবলে ১৮ লাখ টাকা ব্য়য়ে দুই মুক্তিযোদ্ধাকে লাল-সবুজের বাড়ি বানিয়ে দিয়েছে সরকার। রবিবার বাহুবল উপজেলার পূর্ব দত্তপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা হাছন আলী ও কোটান্দর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস শহিদের বাড়ি দুটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এমপি কেয়া চৌধুরী।
এসময় এমপি কেয়া চৌধুরী বলেন- দুই মুক্তিযোদ্ধার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদনের প্রেক্ষিতে ১৮ লাখ টাকা বরাদ্দ হয়। বরাদ্দ অনুযায়ী তাদের বাড়িতে ভবনগুলো নির্মাণ হয়েছে। আজ এসব উদ্বোধন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করছে।
এমপি কেয়া চৌধুরী বলেন, বীর মুক্তিযোদ্ধারা এদেশের সূর্য সন্তান। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে তারা জীবনবাজি রেখেছিলেন। তাই জাতিরজনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেই মুক্তিযোদ্ধাদের পূনর্বাসনে কাজ শুরু করেন। এ ধারা অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন- বর্তমানে আশানুরূপ মুক্তিযোদ্ধারা সম্মানীভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বর্তমানে দরিদ্র মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ করে দিচ্ছেন। এসব বাড়ি বুঝে শেষ বয়সে মোটামুটি ভাল ভাবেই দিন কাটাচ্ছেন তারা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধারা আরও উন্নত জীবন যাপনের সুযোগ পাবে।
এ সভায় বিশেষ অতিথি ছিলেন- বাহুবল উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী সুবাস চন্দ্র দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, আব্দুল কদ্দুছ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া, ভাদেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল হাসিম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক শামীম আহমেদ ও শামীনুর রহমান প্রমুখ।