গোপালগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০১৬, ১১:২৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের গোপালগঞ্জ সদর উপজেলায় এক যুবকেক কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে জালালাবাদ ইউনিয়নের বড়ফা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নয়ন শেখ (৩২) বড়ফা বাজারে সবজির ব্যবসা করতেন। তিনি বড়ফা চরপাড়া গ্রামের আব্দুল আলী শেখের ছেলে।
এ ঘটনায় বড়ফা চরপাড়া গ্রামের কয়েকটি বাড়িঘর ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। পুড়িয়ে দেওয়া হয়েছে একটি ব্যাটারিচালিত ইজিবাইক।
শুক্রবার সকালে স্থানীয়রা বরফা খেয়াঘাঁট সংলগ্ন আশরাফ কাজী ও কালু কাজীর বাড়ির পাশে বালুর মাঠে নয়নের লাশ দেখে পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নয়নের মা ফজরা বেগমের অভিযোগ, তারা জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর মিনার সমর্থক। প্রতিপক্ষ আলীম মোল্লার লোকজন তার ছেলেকে বৃহস্পতিবার রাতে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে।
আলীম মোল্লা অভিযোগ অস্বীকার করে জানান, গ্রামকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে মজিবর মিনারের লোকজনই নয়নকে হত্যা করেছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা জানান, নিহতের শরীরে ১৫টি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।