মাধবপুরে ১২৫ বোতল ভারতীয় মদ আটক
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০১৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে ১২৫ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার ভোরে উপজেলার জলোয়ার, মোহনপুর ও চৈতন্যপুর এলাকা থেকে এসব আটক করা হয়।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার জলোয়ার থেকে ৫৭ বোতল, মোহনপুর থেকে ৪৮ বোতল ও চৈতন্যপুর এলাকা থেকে ২০ বোতল ভারতীয় মদ আটক করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে ১২৫ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার ভোরে উপজেলার জলোয়ার, মোহনপুর ও চৈতন্যপুর এলাকা থেকে এসব আটক করা হয়।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার জলোয়ার থেকে ৫৭ বোতল, মোহনপুর থেকে ৪৮ বোতল ও চৈতন্যপুর এলাকা থেকে ২০ বোতল ভারতীয় মদ আটক করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।