আটক শাবি শিক্ষার্থী হিযবুত তাহরীর কর্মী
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০১৬, ৮:২৬ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে আটক শিক্ষার্থী জুয়েল আহমেদ হিযবুত তাহরীরের সাথে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। বুধবার (০৩ আগস্ট) রাতে জুয়েলসহ চারজনকে সিলেটের বিভিন্ন এলাকা থেকে আটক করে র্যাব-৯ সিলেট ব্যাালিয়ন।
জুয়েল শাবির ব্যবসা প্রশাসন বিভাগের স্নাতক ২০০৭-০৮ এবং স্নাতকোত্তর ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। তিনি দীর্ঘদিন ধরে হিযবুত তাহরীরের সাথে জড়িত ছিলেন বলে একাধিক শিক্ষক ও সহপাঠী নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসা প্রশাসন বিভাগের একাধিক শিক্ষক শিক্ষার্থী জানান- হিযবুত তাহরীরের সাথে সম্পৃক্ততার অভিযোগে জুয়েল এর আগে একাধিকবার গ্রেফতার হোন।
তিনি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ২০০৫ সালে মাধ্যমিক ও ২০০৭ সালে ব্যবসায় বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।
এদিকে, মঙ্গলবার আটক আনসারউল্লাহ বাংলাটিমের সদস্য ইফফাত আহমেদ নাহিদও একসময় জালালাবাদ ক্যান্টনমেন্টের শিক্ষার্থী ছিলেন বলে জানা যায়। তাকে ইতোমধ্যে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। নাহিদ শাবির আইপিই বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। নাহিদ ও জুয়েল দুজনেরই বাড়ি সিলেট।
জুয়েলের বিষয়ে কোন তথ্য না থাকার কথা জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক রাশেদ তালুকদার। উত্তরপূর্বকে ড. রাশেদ তালুকদার বলেন, শুনেছি সে আগে গ্রেফতার ছিল। বুধবার জামিন লাভের পর তাকে আবার গ্রেফতার করা হয় বলে তার ধারণা।
তার বিরুদ্ধে আমাদের কাছে তেমন কোন তথ্য নেই। এমনকি তার গ্রেফতারের বা পরিচয় নিয়ে শাবি এলাকা সংশ্লিষ্ট জালালাবাদ থানা পুলিশও আমাকে কিছু জানাতে পারেনি।
এর আগে বাকি তিনজনকে জঙ্গী সম্পৃক্ততা না-পাওয়ায় তাদের পরিবারের সাথে হস্তান্তরের কথা জানান র্যাব-৯ এর উপ-পরিচালক মেজর ফখরুল ইসলাম।