‘বন্দুকযুদ্ধে’ দুই জঙ্গি নিহত
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০১৬, ৭:৪৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শোলাকিয়ায় ঈদ জামাতের পাশে হামলা চালিয়ে গ্রেপ্তার শফিউল ইসলামসহ দুজন নিহত হয়েছেন।
র্যাব সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের নান্দাইলে র্যাব-১৪ এর টহলে বোমা হামলা ও গুলিবর্ষণ করে জঙ্গি ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়েছে। এসময় র্যাবও পাল্টা গুলি বর্ষণ করলে দুই জঙ্গি এবং তিন জন র্যাব সদস্য গুলিবিদ্ধ হয়।
পরে গুলিবিদ্ধ দুই জঙ্গির মৃত্যু হয়েছে। এরা দুজন হলেন- শোলাকিয়া পুলিশ হত্যা মামলার আসামি সাইফুল এবং আবু মোকাতিল।
ঘটনাস্থল থেকে ২টি মটর সাইকেল, বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।