অনলাইন পত্রিকা শীর্ষনিউজ বন্ধ
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০১৬, ৭:২৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী অনলাইন পত্রিকা শীর্ষনিউজ বন্ধ করে দিয়েছে বিটিআরসি। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে অনলাইন এ পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়।
বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ জানান, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে অনলাইন পত্রিকা শীর্ষনিউজ বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে ঠিক কী কারণে অনলাইন পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি।