ওসমানীনগর উপজেলা বিএনপির বিক্ষোভ ও পথসভা
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০১৬, ১২:৫৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করে ওসমানীনগর উপজেলার বিএনপি। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দয়ামীর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ডিএম টাওয়ারের সামনে এসে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ইয়াহ্ইয়া। উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নাজমুল হাসনাত চৌধুরী রেশাদের পরিচালনায় এতে বক্তব্য প্রদান করেন বিএনপি নেতা নজরুল ইসলাম, আব্দুর রুপ আব্দুল, আবদুল্লাহ মিছবাহ, শেখ করম আলী, গনি মিয়া, হাজি আতিক, এখলাছুর রহমান, ছালিক মিয়া, হেলাল আহমদ, স্বেচ্ছাসেবকদল নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুবদল নেতা ইমরুল চৌধুরী, আব্দুল বাছিত, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ, যুগ্ন আহবায়ক শাহেদ আহমদ, জুয়েল আহমদ, রকিব আহমদ আলী, রেদুওয়ান আহমদ, মাসুদুর রহমান, মুনসুর চৌধুরী, সাবেক যুগ্ন আহবায়ক সুবের আহমদ, তাজপুর কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুয়েব আহমদ, উপজেলা ছাত্রদল নেতা সুহেল মিয়া, ইমরান খান, কাজী শওকত, শাহ রাজু, দিলাওয়র আলী, মিজানুর রহমান কামাল, আরমান মিয়া, শিমুল আহমদ, সুয়েব আলম, মারওয়ান রাজু আহমদ, ফয়সল আহমদ, শাহেদ আহমদ, তোফায়েল আহমদ, সঞ্জীত পাল রোহিত, নোমান আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এম ইলিয়াস আলীর জনপ্রিয়তায় দিশেহারা হয়ে আওয়ামী লীগ সরকার তাঁকে গুম করে রেখেছে। ইলিয়াস আলীর সন্ধানে আন্দোলনকে থামিয়ে রাখতে অবৈধ সরকার আইন শৃংঙ্খলা বাহিনী দিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নানা রকম হয়রানী করা হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা সাজানো মামলা দায়ের করে বিএনপির নাম মুছে দেওয়ার পায়তারা চালিয়ে যাচ্ছে। সরকারের এই চক্রান্ত কখনই সফল হবে না।