পুলিশের ধাওয়ায় যুবকের মৃত্যু, গণপিটুনিতে কনস্টেবল নিহত
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০১৬, ৪:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণপিটুনিতে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। নিহত কনস্টেবলের নাম আরিফ।
বুধবার বিকেলে পৌরসভার রাইজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এএসআই ফখরুল ও তার সঙ্গে থাকা কনস্টেবল আরিফ রাইজদিয়া এলাকায় আবদুল মতিন নামে এক যুবককে দেখে সন্দেহ হলে তল্লাশি করেন। এসময় পুলিশের সঙ্গে মতিনের ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে মতিন পাশের পুকুরে পড়ে গেলে তার মৃত্যু হয়।
এ ঘটনার পরপরই স্থানীয় জনতার গণপিটুনিতে মারা যান কনস্টেবল আরিফ।