সিলেট শহরতলীতে অটোরিকশা চালককে হত্যার চেষ্টা : হামলাকারী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০১৬, ৯:০৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
সিলেট শহরতলীর সোনাতলায় সিএনজিচালিত অটোরিক্শাচালককে গলা কেটে ও কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (০৩ আগস্ট) ভোররাতে সোনাতলার পার্শ্ববর্তী সাদীপুর ও নলকট গ্রামের মধ্যবর্তী স্থানে মজম্মিল আলী বাড়ির পাশে অটোরিক্শাচালক রুহেল আহমদকে (২৫) হত্যার চেষ্টা চালানো হয়। তবে বিষয়টি আশপাশের লোকজন ও ভোরে হালচালে বের হওয়া চাষীদের নজরে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রুহেল সোনাতলা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।
ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক ডা. তাহমিদ ভূঁইয়া জানান- রুহেলের অবস্থায় আশংকাজনক। তার গলায় একটি অস্ত্রোপচার করা হয়েছে। এখন তার পেটে আরও একটি অস্ত্রোপচার করা হবে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন উত্তরপূর্বকে জানান- মূল হামলাকারী স্থানীয় লামারগাঁওয়ের নিজাম উদ্দিনের ছেলে টমটমচালক মালেককে গ্রেফতার করা হয়েছে। তবে কী কারণে রুহেলের ওপর হামলা চালানো হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
শ্রমিক নেতা ফরিদ আহমদ জানান, অত্যন্ত নিরিহ একটি ছেলে রুহেল। দীর্ঘদিন থেকে গাড়ি চালিয়ে আসলেও তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই। হামলার সাথে জড়িতদের তিনি দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি।
ওসমানী হাসপাতালে অবস্থান করা স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য শাহনুর আলম জানান, শান্তিপ্রিয় এলাকায় এমন একটি ন্যাক্কারজনক হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারি নির্জন স্থানে নিয়ে তাকে প্রানে হত্যার চেষ্টা চালিয়েছে। এখনো সে শংকামুক্ত নয়।