ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৫:৪৮:৪৭,অপরাহ্ন ০২ আগস্ট ২০১৬
লন্ডন অফিস বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে আজ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রীটের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি যুবদল ছাত্রদল সেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা। তারা তাদের দলীয় নেতার বিরুদ্ধে রায়ের তীব্র নিন্দা জানায়। বিক্ষোভ কালে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয় দলীয় নেতাকর্মীরা । যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারন সম্পাদক কয়ছর এম আহমেদের নেতৃত্বে অনুষ্টিত এই বিক্ষোভে বিএনপি যুক্তরাজ্যর বিভিন্ন শহর থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।