ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০১৬, ৫:৪৭ অপরাহ্ণ
লন্ডন অফিস বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে আজ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রীটের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি যুবদল ছাত্রদল সেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা। তারা তাদের দলীয় নেতার বিরুদ্ধে রায়ের তীব্র নিন্দা জানায়। বিক্ষোভ কালে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয় দলীয় নেতাকর্মীরা । যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারন সম্পাদক কয়ছর এম আহমেদের নেতৃত্বে অনুষ্টিত এই বিক্ষোভে বিএনপি যুক্তরাজ্যর বিভিন্ন শহর থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।