সন্ধ্যায় দাফন, রাতে লাশ উধাও
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০১৬, ৭:৩৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামের গোরস্থানে গভীর রাতে কবর থেকে নিসারন নেছা নামের এ নারীর লাশ চুরি হয়ে গেছে।
সোমবার দুপুরে উপজেলার রামনগর গ্রামের নিছারণ খাতুন (৬২) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান। ওইদিন সন্ধ্যায় গ্রামের সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়। কিন্তু গভীর রাতে কবর খুঁড়ে কে বা কারা লাশ চুরি করে নিয়ে গেছে।
নিহতের স্বামী দোয়াত আলী বলেন, মঙ্গলবার সকালে ছেলেদের নিয়ে গোরস্থানে স্ত্রীর কবর জিয়ারত করতে গিয়েছিলাম। কাছে গিয়ে দেখি কবর খোঁড়া, লাশ নেই। তবে কবরের মধ্যে ও বাইরে কাফনের কাপড় পড়েছিল।
বিষয়টি গাংনী থানা পুলিশকে জানালে পুলিশ কবরস্থান পরিদর্শন করে লাশ চুরির বিষয়টি নিশ্চিত হন।
গ্রামের হাবিবর রহমান বলেন, এখন থেকে কেউ মারা গেলে তারা পালা করে কবরস্থান পাহারা দেবেন। নইলে আরও লাশ চুরির আশংকা করছেন তিনি।
এ ব্যপারে গাংনী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, লাশের সন্ধানে একাধিক পুলিশ বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান করছে।