সুরমা নিউজ ডেস্ক:
অবৈধ অস্ত্র, নিরাপত্তা হুমকিজনিত বস্তু বা দ্রব্য এবং মাদক পাচাররোধে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ব্যাগেজ তল্লাশী ও কঠোর নজরদারি শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
সোমবার সকাল থেকে বিজিবির ডগ স্কোয়াডের সহায়তায় এ কার্যক্রম শুরু করা হয়। সাম্প্রতিক সময়ে ঘটা জঙ্গি হামলা ও নাশকতামুলক কর্মকান্ডের ঘটনার বিমানবন্দর ও যাত্রীদের নিরাপত্তায় এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা।
সংশ্লিষ্টরা জানান, বিমানবন্দর দিয়ে চলাচলকারী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রীরা তাদের ব্যাগেজে কিংবা পার্সেলে করে অবৈধ অস্ত্র, নিরাপত্তা হুমকিজনিত বস্তু বা দ্রব্য এবং মাদক পাচার যাতে করতে না পারে সে ব্যাপারে নজরদারি রাখতেই বিজিবির সহায়তায় বিশেষ এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান কাস্টম এক্সসাইজ ও ভ্যাট কমিশনার এ কে এম নূরুজ্জামান।
গোয়েন্দাদের কঠোর নজরদারিতে ওসমানী বিমানবন্দর
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০১৬, ৮:০১ অপরাহ্ণ