শোক দিবস নিয়ে চাঁদাবাজি করলে ব্যবস্থা নেওয়া হবে : সেতুমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০১৬, ১২:২০ অপরাহ্ণ
সুরমা নিউজ :
১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জে আব্দুল্লাহপুর-তেরমুখ- উলুখোলা সড়ক উদ্বোধন করে মন্ত্রী এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, কিছু মানুষ আছে উপলক্ষ পেলেই চাঁদাবাজি শুরু করে। চাঁদাবাজির ঘটনা রোধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি রয়েছে। শোক দিবসের ভাবগাম্ভীর্য নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে কেউ লিপ্ত হলে দল থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।