জঙ্গিবাদ প্রতিরোধে বিশ্বনাথ ডিগ্রি কলেজের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০১৬, ১১:১৬ পূর্বাহ্ণ
বিশ্বনাথ প্রতিনিধি :
জঙ্গিবাদ প্রতিরোধে সিলেটের বিশ্বনাথ ডিগ্রি কলেজের উদ্যোগে সোমবার সকালে বিশ্বনাথ-রশিদপুর রোডের কলেজ গেইটের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- কলেজের অধ্যাপক তাপসী চক্রবর্তী লিপি, এনামুল হক, রুষিত কান্ত দাস, রোকেয়া বেগম, বনানী চক্রবর্তী, অনবীর রায়, গোলাম মোস্তফা, আবদুল সহিদ, মোহাম্মদ শাহাদৎ হোসেন, শরীফ উদ্দিন, সঞ্জিত কুমার সাহা রায়, সুহাদ উজ্জমান চৌধুরী, মোহাম্মদ রোকনুজ্জামান, অঞ্জু আচার্য্য, উম্মে শেফা, নাসিম উদ্দিন, শিরিন আক্তার, শেখ এনামুল হক। এ সময় কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জঙ্গিবাদ একটি আন্তর্জাতিক সমস্যা। আমাদেরকে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে জঙ্গিবাদ প্রতিরোধ করতে হবে।শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতির নির্দেশ দিয়ে বক্তারা বলেন- সিলেবাসে জঙ্গিবাদবিরোধী বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন।