ধর্মপাশায় ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষক নিহত
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০১৬, ১১:০৫ পূর্বাহ্ণ
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়ারচাপুর গ্রামের এক স্কুল শিক্ষক ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন। সোমবার (০১ আগস্ট) সকালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষকের নাম বাদল কুমার তালুকদার। তিনি গাছতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
জানা যায়- সোমবার (০১ আগস্ট) সকালে বাদল কুমার তালুকদার মোহনগঞ্জ-ময়মনসিংহগামী লোকাল ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সাময়িক চিকিৎসা দেন।
পরে তাঁর স্বজনরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অবস্থার অবনতি হলে মধ্যবর্তী নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।