জৈন্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১০:৪৮:০৭,অপরাহ্ন ০১ আগস্ট ২০১৬
জৈন্তাপুর প্রতিনিধি :
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার এসব মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।
ইমরান আহমদ মহিলা ডিগ্রী কলেজ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল ১১টায় ইমরান আহমদ মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সিলেট-তামাবিল মহা সড়কের কলেজ গেইটে অনুষ্ঠিত মানববন্ধনে কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্রীরা উপস্থিত ছিল। এসময় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ খায়রুল ইসলাম, সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, প্রভাষক নাহিদ সুলতানা রুমী, এম. নুরুন্নবী, মোহাম্মদ রেজাউল হাসান, মোঃ ইদ্রিস আলী, সাইফুল ইসলাম, শংকর দেব নাথ, পপি রানী রায় ও অফিস সহকারী আবুল হোসেন মেঃ হানিফ প্রমুখ।
জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়: অপরদিকে ইমরান আহমদ মহিলা ডিগ্রী কলেজের সাথে মানববন্ধনে অংশ গ্রহণ করে জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েক শতাধিক ছাত্রী।
সরকারী উচ্চ বিদ্যালয় : সোমবার দুপুর ১টায় জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সরকারী উচ্চ বিদ্যালয়ের সম্মুখ হতে জৈন্তাপুর মডেল থানার সম্মুখ পর্যন্ত মহসড়কের দুপার্শ্বে দাঁড়িয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র/ছাত্রী এবং অভিভাবকগণ মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসেম এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পিটিএ কমিটির সভাপতি দেলোয়ার আহমদ মাসুক, বিদ্যালয়ের শিক্ষক জহুর কুমার সিংহ, নুরুল ইসলাম, নজির উদ্দিন, সহিদুল আলম, তারেক মিয়া, চরিত্রবান সমাজপতি, পার্থ প্রতিম শর্ম্মা, তপন কান্তি দেব, ইমামা জামাল, কুমারী শিল্পী রাণী ধর প্রমুখ।