বন্ধ হয়ে যাচ্ছে দেশের সবচেয়ে পুরনো মোবাইল ফোন কোম্পানি সিটিসেল
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০১৬, ৬:১৪ অপরাহ্ণ
সুরমা নিউজঃ বাংলাদেশে সরকারের পাওনা মেটাতে না পারলে মোবাইল অপারেটর সিটিসেলের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন । বাংলাদেশের সবচেয়ে পুরনো মোবাইল ফোন কোম্পানি সিটিসেলের সকল গ্রাহককে আগস্টের ১৬ তারিখের মধ্যে অন্য কোন প্রতিষ্ঠানের সেবা নিতে বলছে বাংলাদেশ টেলি কমিউনিকেশন রেগুলেটরি কমিশন। বিটিআরসি কমিশনের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানিয়েছেন ২০১২ সাল থেকে তরঙ্গ ব্যবহারের ফি, সেটি নবায়ন ফি, বার্ষিক লাইসেন্স ফি সহ সবকিছু মিলিয়ে ৪৭৭ কোটি টাকার বেশি বকেয়া রয়েছে। বেশ কয়েকবার তাদের তাগাদা দেয়া হয়েছে বলে জানান শাহজাহান। তিনি বলছেন, তারা সিটিসেলের গ্রাহকদের ১৬ ই আগস্টের মধ্যে অন্য প্রতিষ্ঠানের সেবা নিতে বলছেন।
এর মানে হচ্ছে শীগ্রই কোম্পানিটির কার্যক্রম বন্ধ করে দেয়া হচ্ছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সিটিসেল তাহলে বন্ধ হয়ে যাচ্ছে কিনা সে ব্যাপারে বিটিআরসি চেয়ারম্যান সরাসরি এখনি কিছু না বললেও গ্রাহকদের অন্য প্রতিষ্ঠানের সেবা নিতে বলার জন্য বিজ্ঞপ্তি দেয়া হবে। তাতে কোম্পানিটি বন্ধ হয়ে যাওয়ার ইংগিত পাওয়া যাচ্ছে।বাংলাদেশের সবচেয়ে পুরনো মোবাইল ফোন কোম্পানি সিটিসেল প্রথম প্রতিষ্ঠিত হয় ১৯৮৯ সালে। তবে প্রতিষ্ঠানটি সেবা দান শুরু করে ১৯৯৩ সাল থেকে। এর গ্রাহক সংখ্যা বর্তমানে প্রায় সাত লাখের মতো। ওদিকে বকেয়া অর্থ অথবা বিটিআরসির সিদ্ধান্ত সম্পর্কে সিটিসেল কর্তৃপক্ষের কোন মন্তব্য এখনো পাওয়া যায়নি।