বিশ্বনাথে ১৩০বস্তা সরকারি চাউল ও ট্রাকসহ চালক আটক
প্রকাশিত হয়েছে : ১:০৬:১৭,অপরাহ্ন ৩১ জুলাই ২০১৬
সুরমা নিউজ :
সিলেটের বিশ্বনাথে চালকসহ ১শত ৩০বস্তা সরকারি চাউল ভর্তি একটি ট্রাক আটক করেছে থানা পুলিশ। শনিবার বিকেলে উপজেলা সদরের কারিকোনা নামক স্থান থেকে সিলেট যাওয়ার পথে ওই চাউলসহ আটক করা হয়। এসময় ট্রাকের চালককেও আটক করে পুলিশ। সে জৈন্তাপুর থানার গিলাতল গ্রামের শফি উল্লার পুত্র নজরুল ইসলাম (২৫)।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এস আই হাবিবুর রহমান ও কল্লোল গোস্বামী’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে উপজেলার জানাইয়া নামক স্থান থেকে সিলেট-ড-১১-০৩৩৬ নাম্বারের ট্রাক দিয়ে সরকারি চাউল নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রাকটি আটক করা হয়। ‘খাদ্য অধিদপ্তরের জন্য’ চালের বস্তায় লেখা রয়েছে। তবে ওই চালের প্রকৃত মালিক নিয়ে এখনো অন্ধকারে রয়েছে পুলিশ। অবশেষে একটি জিডি মূলে চাউলগুলো জব্ধ করা হয়েছে। রোববার দুপুরে আটককৃত চালককে সিলেট আদালতে প্রেরণ করা হয়।
থানার ওসি আবদুল হাই সরকারি চাউল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।