শাহজালাল (র.) এঁর লাকড়ি তোলার উরুস সোমবার
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০১৬, ১২:৪৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
শাহজালাল (র.) এঁর লাকড়ি তোলার উরুস শরীফ আগামীকাল সোমবার লাক্কাতুরা ও মালনি ছড়া চা-বাগানের মধ্যস্থিত টিলায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।
ওইদিন হযরত শাহজালাল বাবার ভক্তবৃন্দ ও আশেকানরা মিছিল সহকারে দরগাহ শরীফে সমবেত হয়ে বাদ জোহর লাকড়ি তোলা উরুসের স্থানের উদ্দেশ্যে মিছিল সহকারে যাবেন। সেখানে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ভক্ত আশেকানগণ লাকড়ি নিয়ে দরগাহ শরীফে ফিরে আসবেন।
উক্ত উরুস শরীফ ও সিলেট বিজয় দিবসে ভক্ত ও আশেকগণকে শান্তিপূর্ণভাবে ও আদবের সহিত যোগদান করার জন্য অনুরোধ জানিয়েছেন দরগাহ-ই হযরত শাহজালাল (র.) এর সরেকউম মোতাওয়াল্লী ফতেহ উল্লাহ আল আমান।