ওসমানীনগরের কাইয়ুম তিন বছর ধরে নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০১৬, ১২:১২ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের ওসমানীনগরে আব্দুল কাইয়ুম (৩৮) নামের এক ব্যক্তি তিন বছর ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ কাইয়ুম উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইসব পুর গ্রামের আব্দুছ সত্তারের ছেলে।
পরিবারিক সূত্র জানায়, ২০১৪ সালের ঈদুল আজহার ১৫/২০ দিন পূর্বে সেনাবাহিনীতে চাকরিতে যোগ দেয়ার কথা বলে খাগড়াছড়ির উদ্দেশে বাড়ি থেকে বের হন কাইয়ুম। এরপর তিনি তিন-চারমাস পর্যন্ত তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর (০১৭৫৬৩৭১৫২৯) থেকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখেন। একদিন বেতনের টাকা পাঠাচ্ছেন বলে কাইয়ুম তার বড় ও মেজ ভাইদের ফোনে কথা বলেন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে।
নিখোঁজের পরিবারের পক্ষ থেকে তাদের আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে তাকে খোঁজা খুজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ কাইয়ুমের মেজ ভাই আব্দুর রব বলেন, ৬ ভাই ও ২ বোনের মধ্যে কাইয়ুম পঞ্চম। আমাদের পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ। কাইয়ুম সেনাবাহিনীতে চাকরি পেয়েছে বলায় আমরা সকল ভাই মিলে তাকে চার হাজার টাকা দেই চাকরি স্থলে যাওয়ার জন্য। তার নিখোঁজের পর থেকে বয়োবৃদ্ধ পিতা আব্দুছ সত্তার ও মা সমিত্তা বেগম প্রায় শয্যাশায়ী হয়ে পড়েছেন। নিখোঁজ ছেলের জন্য সমিত্তা বেগম প্রতিদিন বিলাপ করেছেন। আব্দুর রব তার ভাইকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা নিখোঁজের পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগ করেছি। সে দীর্ঘ দিন থেকে নিখোঁজ রয়েছে। পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে একটি সাধারণ ডায়রি করে তদন্ত অব্যাহত রেখেছি।