নবীগঞ্জে তিন এমপির সামনে ছাত্রলীগের হাতাহাতি
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০১৬, ৬:৫৪ অপরাহ্ণ
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে তিন জন সংসদ সদস্যের উপস্থিতিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িক সমাধান হলেও পরবর্তীতে ফের উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
জানা যায়, শনিবার বিকেলে নবীগঞ্জ ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি উদ্যোগে সেলাই মেশিন ও রিক্সা বিতরণ অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ সদর আসনের এমপি এডভোকেট আবু জাহির। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খাঁন, জাতীয় পার্টির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-১ আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, জাতীয় পার্টির সভাপতি ডাঃ আবুল খায়ের। এতে সভাপতিত্ব করেন নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি প্রফেসার আব্দুল হান্নান।
অনুষ্ঠান চলাকালে চেয়ারে বসা নিয়ে ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমীন রাসেল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রাজুসহ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী মারপিটের শিকার হন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ বলেন, তুচ্ছ বিষয় নিয়ে রাজুর সাথে ছাত্রলীগের কয়েকজন কর্মীর মধ্যে তর্ক বির্তকের ঘটনা ঘটেছে। এসময় নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেনের নেতৃত্বে আমাদের উপর হামলা চালানো হয়।
নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ধর্ষণ মামলার আসামী নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমীন রাসেল কলেজে প্রবেশ করায় ছাত্রলীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে।