ওসমানীনগর ইসলামীক এডুকেশন্স এন্ড ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউ.কে”এর শিক্ষক সম্মানী প্রদান আগামী বৃহস্পতিবার
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০১৬, ৯:৩৩ অপরাহ্ণ
সুরমা নিউজ :
ওসমানীনগর ইসলামীক এডুকেশন্স এন্ড ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউ.কে”এর শিক্ষক সম্মানী প্রদান আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় গোয়ালাবাজারে এক পরামর্শ সভার আয়োজন করা হয়।
ট্রাষ্টের সহ সভাপতি মাওলানা শামছুল আলমের সভাপতিত্বে এতে অভিমত প্রদান করেন, আল ইহসান ওয়েল ফেয়ার সোসাইটির চেয়ারম্যান মাওলান মুখতার হুসাইন, ঘোষগাও মহিলা মাদ্রাসার মুহতামীম মাওঃছাইফুল ইসলাম, জামেয়া মুহাম্মাদিয়া আশরাফুল উলুম কাদিপুর মাদ্রাসার শিক্ষক হাফিজ আব্দুস সালাম, লামাপাড়া শাহ গরীব এমদাদিয়ার মাদ্রাসার শিক্ষক মাওলানা শাহিনুল হক, উম্মুল কোর্রা মহিলা মাদ্রাসার শিক্ষক মাওঃ আব্দুল কুদ্দুছ, মুসলিম হেল্প বাংলাদেশের অফিস সম্পাদক সাইফুদ্দীন মাজমুন, ও,আই,ডব্লিউ ইউ,কে এর ট্রাষ্টি হাফিজ বদরুল আলম ও এপেক্স শো রুম গোয়ালাবাজারের পরিচালক ছাইফুল আলম।
উক্ত সভায় সবার পরামর্শে সিদ্ধান্ত হয় যে,আগামী ৪ আগষ্ট ২০১৬ ইংরেজী, বৃহস্পতিবার বেলা ২ঘটিকায় তাজপুর ফোরকানীয়া মাদ্রাসার হল রুমে “ওসমানীনগর ইসলামীক এডুকেশন্স এন্ড ওয়েল ফেয়ার ট্রাষ্ট”র উদ্যোগে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত হবে। ওসমানীনগর উপজেলার অর্ধ শতাধিক মাদ্রাসা থেকে নির্দিষ্ট কৌঠায় শিক্ষক মন্ডলীদের এককালীন আর্থিক অনুদান প্রদান করা হবে।
সভা শেষে মহান আল্লাহ পাকের দরবারে উক্ত মহতি উদ্যেগ সফল ও সুন্দর করার জন্য মোনাজাত করা হয়।