দেশে তিন ধরনের যুদ্ধ চলছে : তথ্যমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০১৬, ৬:৪৭ অপরাহ্ণ
সুরমা ডেস্কঃ ‘বর্তমানে জঙ্গি দমনের, উন্নয়নের ও সুশাসন প্রতিষ্ঠার যুদ্ধ চলছে। এ তিন যুদ্ধে জেলা প্রশাসকদের সংবিধানের নির্দেশিত চার নীতির উপরে থেকে ভূমিকা রাখার জায়গা আছে। গণপ্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে এ তিন যুদ্ধে যথাযথ ভূমিকা রাখা ডিসিদের সাংবিধানিক দায়িত্ব। আমরা সেই কর্তব্য পালনের আহ্বান জানিয়েছি।’ শুক্রবার সচিবালয়ে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে ডিসিদের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের বৈঠকে এ নির্দেশনা দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, ডিসিরা সরকার এবং জনগণের মাঝে সেতুবন্ধনের মতো দায়িত্ব পালন করে থাকে। তারা সরকারের নির্দেশনা শোনেন এবং তা বাস্তবায়ন করেন। অপরদিকে, জনগণের আশা ও চাহিদা সরকারের কান পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে ডিসিরা রাষ্ট্র এবং সরকারের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তারা সরকারের কাছে অভিজ্ঞতাও বিনিময় করেন। আজকেও ডিসিরা তাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে নিজ নিজ এলাকার সমস্যার তুলে ধরেছেন, সেগুলো সমাধানের চেষ্টা করবে সরকার।