বালাগঞ্জে গহরপুর এসোসিয়েশন ইউকের বৃত্তি বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০১৬, ৬:৪০ পূর্বাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া তাফাদার বলেছেন, জ্ঞানের আলোয় আলোকিত করে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ব্যাপারে শিক্ষক, অভিভাবকদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। জ্ঞানের আলোয় আলোকিত সমাজ গঠন করতে হবে। তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত এ দেশ আজ নানা ষড়যন্ত্রের কবলে। এই দুঃসময়ে শুভবুদ্ধিসম্পন্ন সকল নাগরিককে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্যস্থ গহরপুর এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বতর্মান উপদেষ্টা, প্রবাসী কমিউনিটি নেতা শাহনূর চৌধুরী।
অনুষ্ঠানে দেওয়ান বাজার ইউনিয়নের ২০১৫ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় উর্ত্তীণ ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২’শত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সনদ প্রদান করা হয়।
নলজুড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসিদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা নিবাহী অফিসার এটিএম আজহারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম সরকার, সিলেট শাহজালাল সিটি কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. এনামুল হক সরদার, বালাগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রতন চন্দ্র সরকার, প্রবাসী গহরপুর এসোসিয়েশন ইউকের কোষাধ্যক্ষ ইকরাম আহমদ ইলিয়াস, সহ-সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফম শামীম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. দিলু মিয়া, হাজী মো. সাইস্তা মিয়া, তজম্মুল আলী, কনর মিয়া, মইনুল ইসলাম সালেহ, দেওয়ানবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম, আহমদ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার ভট্্রাচার্য্য, মোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লায়েক মিয়া, দত্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুর রহমান চৌধুরী, সহকারী শিক্ষক মো. জুনেদ আহমদ, নশিওর পুর সরকারী প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক নিবেদিতা ভট্্রাচার্য্য, শিওরখাল সরকারী প্রাথমিক বিদ্যালযের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতানা পারভীন, জামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সমছু মিয়া, আলফালাহ একাডেমির প্রিন্সিপাল মো. মিজানুর রহমান, খন্দকার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদ্বীপ ভট্টাচার্য, বালাগঞ্জ-ওসমানী নগর প্রেসক্লাবের সহসভাপতি মো. জিলুর রহমান জিলু, সমাজ কল্যাণ সম্পাদক এসএম হেলাল, সাংবাদিক এমএ কাদির, সমাজকর্মী কয়ছুল আলম কয়েছ, জিয়াউল হক পান্না, সামসুল হক লেচু প্রমূখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ নাজিম আহমদ।