সিলেটে রাতভর নিষ্ফল জঙ্গি অভিযান
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০১৬, ৬:৩৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ সিলেটে জঙ্গি ধরতে শুক্রবার রাতভর (বৃহস্পতিবার দিবাগত রাত) ব্লক রেইড দিয়ে অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ।
শুক্রবার রাত ১২টা থেকে ভোররাত পর্যন্ত নগরীর লামাবাজার থেকে শেখঘাট পর্যন্ত রাস্তা বন্ধ করে এ সাঁড়াশি অভিযান চালানো হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- বৃহস্পতিবার (২৮ জুলাই) দিবাগত মধ্যরাত হতে বিপুল সংখ্যক পুলিশ লামাবাজার থেকে শেখঘাট পর্যন্ত এলাকায় বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়। এসময় তারা ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়ে অভিযান শুরু করে।
কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান- লামাবাজার থেকে শেখঘাট পর্যন্ত এলাকায় অপরাধীরা অবস্থান করতে পারে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। কিন্তু অভিযান চলাকালে ওই এলাকায় কোন অপরাধী পাওয়া যায়নি।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার মো. রহমতউল্লাহ জানান, জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে লামাবাজার-শেখঘাট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ নিয়ে অভিযান চালানো হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।