সিলেটে রাতভর জঙ্গি অভিযান
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০১৬, ৪:৫১ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ সিলেটে জঙ্গি ধরতে শুক্রবার গভীর রাতে ব্লক রেইড দিয়ে অভিযানে নামে মহানগর পুলিশ। নগরীর লামাবাজার থেকে শেখঘাট পর্যন্ত রাস্তা বন্ধ করে এ সাঁড়াশি অভিযান চালানো হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- বৃহস্পতিবার (২৮ জুলাই) দিবাগত মধ্যরাত থেকে বিপুল সংখ্যক পুলিশ লামাবাজার থেকে শেখঘাট পর্যন্ত এলাকায় বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়। এসময় তারা ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়ে অভিযান শুরু করে।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার মো. রহমতউল্লাহ জানান, জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে লামাবাজার-শেখঘাট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ নিয়ে অভিযানে নামা হয়।